প্রিয় অকবি-
যে কবিতা এখনও লেখা হয় নি
পর সমাচার এই যে,
এটা যে ঝোলানো মুলা,সেটা গাধাটাও বুঝে গেছে
অথচ জীবন একটা শুয়োরের বাচ্চা।
পায়ে হেঁটে গমন করা মক্কার যাত্রী
তাকেও একদিন স্বর্গের লোভ দেখিয়েছেন স্বয়ং ঈশ্বর।
কোরবানির গরুটা পরকালে ভালো আছে কি না?
কার কিবা আসে যায়।ঠিকই-
জান্নাতুল ফিরদাউস নসিব হয় মাংস খাওয়া হাজীর।
মানুষ মানুষের জন্য।
কিন্তুু বিশ্বাস করুন ধর্মাবতার -
মালিক কখনোই কর্মীদের জন্য নয়।
এজন্য হতে পারে যে তারা কেউ-ই
কোরবানির গরু নন, কোরবানি দাতা।
হয়তো মালিক,কর্মী কিংবা মানুষ প্রত্যেকটি ভিন্ন সত্তা।
প্রিয় কবিসমাজ -
যদিও এটি মূলত একটি অকবিতা
সাদরে গলাধঃকরণ করলেই ধন্য হবো।
আর হ্যাঁ-যেটা সত্যিকারের কবিতা
সেটা কখনোই লেখা যায় না।
ভীষণ কষ্ট হয়।