বেড়ে গেলে ধুকপুক-চিনচিন বাঁ বুক
জলে জ্বরে ঝড় ওঠে বেপরোয়া গতি
ভ্রমরের গুনগুন-আধা প্রেম দুই গুণ
নীল শাড়ি ঠোঁট তিলে ডাকে ইরাবতী


বেড়ে গেলে ব্যাথা-জমে জমে কথা
রোদ্দুরে মেঘফুল ভালো বাসাবাসি
আদরেও পুড়ে মন-আহারে জীবন
টোল পড়া প্রেমিকার লাজুক হাসি।


ছেড়ে গেলে হাত-পাপড়ি প্রপাত
ভেসে যায় প্রেম বিপরীত জলে
ভেঙ্গে গেলে ভুল-অভিমানী ফুল
চুল ফুলে খোঁপা ভালবাসি বলে।  


মরে গেলে নদী-চর জাগে যদি
জল করে থইথই আষাঢ়ের বিল
মরে গেলে দেহ-জেগে থাকে কেহ
নিয়ে গেছে মন ঠোঁট বাঁকা চিল।


বেড়ে গেলে রাত-নিকটে প্রভাত
আর কত দূরে মগ্ন দুপুর
নিভে গেলে আলো-হৃদয়টা জ্বালো
আর কত গভীরে শূন্য পুকুর।


বেড়ে গেলে মায়া-সুদীর্ঘ ছায়া-
কেউ যেন বেসেছিল ভালো
ছানিপড়া চোখে-সুদীর্ঘ শোকে-
ঘোলা চশমার আবছায়া আলো।