ভার্চুয়ালের খাতিরেই হয়ত
ডাকপিয়ন ভুলে গেছে প্রিয় শহরের অলি-গলি
অথবা গ্রামের অাঁকাবাঁকা মেঠোপথ।
আমি ভুলিনি খামার মোড় !
মাঝেমধ্যেই সার্চ করি গুগল ম্যাপে
এখানেই সম্বেদন হত লেনদেন
এখানেই খুঁজাখুঁজি জীবনের উপলক্ষ।


অযত্ন,অবহেলায় হঠাৎ ঝরে পড়া  
অস্তিত্বের পাতাগুলি এখনো শুকায়নি
দেহ থেকে শুষে খায় গ্লুকোজ
হাইপোগ্লাইসেমিয়ায় শরীর হয়ে পরে নিঃসাড়।
ক্ষণজন্মা জেনেও আমি স্বপ্ন পুষতে থাকি।


ইচ্ছে করেই হয়ত করেছো কত ভুল
দেখিয়াছো কত অজুহাত
পড়ে থাকিনি সেই মোহলিপ্সায়
এখানে বিষণ্ণতার ঘ্রাণ আসে ছুটে
তাই বিক্রি করেছি কিছু স্বপ্ন,
বিক্রি হবে কিছু সাধ।


সত্তার অবশেষ উত্থান-পতনে
সম্পূর্ণ হবে যাপিত জীবনের ব্লাকবক্স
আর এখানেই রেখে দেব সবকিছু জমা
তোমার মধুর প্রতিশোধ কিংবা
আমার নিষ্ঠুর ক্ষমা ।


২৮/০৮/২০১৬
- ঢাকা