অগম্য-খর্খরে,নিমীলিত রক্ত পিচ্ছিল পথ
পাড়ি দিতে হবে কালিমার রাত্রি,
             আমাদের শপথ।
চারিদিকে আজ ধর্ষিতার রোদন,
         লাশ-রক্তের ঢল।
         কে থামাবে বল ?
         এইসব গণ্ডগোল।
কে ঘুচাবে আঁধার,জ্বালিবে আলো ?
কে হঠাবে মন্দ,আনিবে ভালো ?
       সারা বিশ্বে আজ
আঁধারের সাজ,সকরুণ বাজ,
হত্যার ঝাঁজ,মিথ্যার নাচ।
     নিত্য দিনের কাজ।
কে আছ মহাবীর,এই যুদ্ধ কর ধীর?
    মুক্ত করে দাও সকল নীড়।
       নিরসন কর আঁধার
                         - হে বীর।
         উচ্চে তুলিয়া শির !
নয় হানাহানি,নয় টানাটানি,
ফিরিয়া শুনিবেনা শূন্যগর্ভের বাণী।
        আনিবে নতুন দিন
        আসিবে নতুন জাতি,
        শোভিত  হবে ধরণী
        ভরিয়া উঠিবে খ্যাতি।
পরাধীনতার শাসন থেকে- মুক্ত করার ভয়
মানিবেনা পরাজয়,হবেই তোমার জয়।
ভয় নাই ওরে, নাই কোন ক্ষয়।
     ছিনিয়া আনিবে জয়,
          নিশ্চয় ! নিশ্চয় !


০৪/০৩/২০০৬
- কালীগঞ্জ