এক গ্রামের এক নেতা  
নামটি তার ডিপজল
চোখ দুটি তার বড় বড়
পেটটি যেন ফুটবল।


ওজনে সে অনেক ভারী
শরীরও খুব মোটা
দেখতে একটু ভাল হলেও
স্বভাবে  অতি ছোটা।


লেখাপড়া করে নাই
তবুও সে নেতার দলে
নেতার যোগ্যতা না থাকলেও
নেতার মতই সে চলে।


মিটিং-ফিটিং, বিচার সালিশে
চালায় সে অভিযান
মীমাংসা করে দিলে
হাদিয়া সে কিছু পান।


লোকে মানে না আপনি নেতা
নিজে নিজেই বলে
বড় নেতার পিছে পিছে
গার্ড হিসেবে চলে।


পুল,স্কুল ও রাস্তার
যদি কোন কাজ হয়
বারে বারে সালাম দিয়ে
ঠিকাদারের মন করে জয়।


দল,বল নির্বিশেষে
বিএনপির চামচা
ভোট এলে মহাখুশি
খাওয়া যাবে বিড়ি-চা ।


ভোট এলে ভোট দেয়
ধানের শিষ মার্কায়
ভোটের দামে নোট না পেলে
হুমকি দিয়ে ধমকায়।


বড় বড় মিছিল সভাতে
দেয় সে যোগ
যোগের নামে আসল কথা
অর্থ হল ভোগ।


নেতাদের বাকী খাওয়া
খেয়ে ফেলে ঘপাঘপ
লোকে কিছু বকা দিলে
বাংলিশটা টপাটপ ।


পান,বিড়ি,চা খেয়ে
মুখটি করে লাল
নিজের গর্ব  নিজে করে
লোকটি আমি ভাল।


মেকি রংয়ের পোষাক পরে
সাজেন ভাল মানুষ
আসলে সে ভুয়া নেতা
মানুষ নামের ফানুস ।


০৮/০৪/২০০৫
- কালীগঞ্জ