মায়ের চোখে জল
মা কাঁদছে !
কেন কাঁদছে মা ?
দেশের জন্য না ছেলের জন্য
মা ভেবে কুলে উঠতে পারে না!
কি করবে মা?
মা ভাবছে!
কিছুক্ষণ ভেবে উত্তর দেয় মা
ছেলে গেলে ছেলে পাবো কিন্তু
দেশ গেলে আর দেশ পাবো না।
শাড়ির অাঁচলে চোখ মুছে মা বলে
তুই যা বাবা যুদ্ধে।
শিরে হাত রেখে দোয়া করে মা।
এই দোয়া নয় কোন সাধারণ দোয়া
এই দোয়া হলো মায়ের দোয়া।
ঐ মায়ের কসম খেয়ে বলতে পারি
বাংলাদেশ স্বাধীনের পেছনে
এই দোয়ার কার্যকারীতা অনেক।
ছেলে যুদ্ধে গেল
যুদ্ধে গিয়ে শহীদ হলো।
মা দু'হাত তুলে ফরিয়াদ জানায়
হে খোদা, ছেলে আমার শহীদ হয়েছে,
কিন্তু দেশটা যেন শহীদ না হয়।
খোদা মায়ের দোয়া কবুল করে
অবশেষে, নয় মাস পর....
এক মহাশক্তির বিশাল পরাজয় ঘটে
এক ক্ষুদ্র শক্তির কাছে।
দেশ ফিরে পেলেও আর
ছেলে ফিরে পায়নি মা, কারন-
যুদ্ধে তাঁর স্বামীও শহীদ হয়ে গেছে।