এইসব অভিজাত শহরে
বীর্যের দাম দিয়ে কেনা চাল আর আলু,
প্রয়োজনীয় ক্যালরির চাহিদা পূরনে ব্যর্থ।
শরীরটা দিন দিন অযোগ্য হয়ে যাচ্ছে।
বেড়ে যাচ্ছে জীবনযাত্রার মান।
এখন আর পোষাতে পারি না।
কি প্রয়োজন ছিল এই নষ্ট জীবনের?
এখন একটি  সার্থক ভ্রূণের খেসারত দিচ্ছে  লক্ষ-কোটি ভ্রূণ।
যেসব অভিজাতদের শরীরে এখনো লেগে আছে পতিতার বীর্যের দাগ।
তারাই সৃষ্টি করে চলেছে এই নষ্ট চরিত্র।