প্রাচীন শহরের দেয়ালে দেয়ালে শ্যাওলা জমে
ধুলোবালি ঘামে কালিমাখা কদর্য মুখে ভাঁজ
পাশাপাশি ছাদের মানসিক যন্ত্রনার দূ্রত্ব বাড়ে
নিক্ষিপ্ত নীল চিরকুটে বাধা দেয় বিপরীত বাতাস।


উর্দুরোডের বিলবোর্ডে কেন্দ্রীয় কারাগারের বিজ্ঞাপন
নিরাপদে রাখবো অন্ধকার পথের মেট্রোপলিটন চোর
তবুও একদিন সব লাভ-লোকসান,লেনদেন বুঝে নিয়ে
পরবর্তী শহরের দিকে এগিয়ে চলে বাড়ন্ত শ্যাওলা।


জলাবদ্ধ গলি।রিকশার টুংটাং।ড্রেনে ইঁদুরের লাশ
প্রিয়ার সৌন্দর্যবর্ধনে পার্লার।দেউলিয়া হয় ব্যাংক
আর কত ফাঁকি দেয়া যায় পাড়ার ছেলেদের চোখ
মহাজন হবু শ্বশুর-শালাদের রাঙ্গানো চোখের ধমকে
               ভাল নেই আমাদের প্রেম।