সরষে ফুলে ভ্রমরের সঙ্গম দেখে
একদিন মধুচাষে নেমেছিল যে প্রেমিক
তার আজকাল কীটনাশকের জীবন যাপন
মধুপানে আত্মহত্যা করেছিল সেদিন হলুদ শাড়িতে
চৌধুরী পাড়ার লাল টকটকে প্রেমিকা সকল।


পতঙ্গের পরকীয়া
দূষিত বাতাস
অবৈধ পরাগায়ন
নিষিদ্ধ মুকুল
আধমরা প্রেমিক
কৃষ্ণচূড়ার হিমোগ্লোবিন
অগণতান্ত্রিক বসন্তের শহর
ককটেলের শব্দে বৃথা যায় কোকিলের ডাক..
শিকড়ের মাটি ছুঁয়ে থাকা চিরহরিৎ বৃক্ষ
হয়তো কখনোই বুঝে উঠতে পারে না
পাতা ঝরা বৃক্ষের নির্মম সালোকসংশ্লেষণ।


পাপের শুকনো পাতার মতন
ঝরে পড়ে গেলে ব্যক্তিগত প্রেম
অবাক জলপানেও শুকিয়ে আসে ফটিকজলের গলা
যত সহজেই হলুদ এসে মিশে যায় নীলে
তত সহজেই আসে না বুকে অলিখিত ধুকপুক
পাতার উপর পাতা পড়ে অবিরাম।অথচ-
হাতের উপর হাত রাখার কথা দেয় না কেউ!


আজ কী দারুন বিক্ষোভে-
ঠোঁট ফুলেল সম্প্রদানে আধমরা প্রেমিক বেঁচে উঠলে
প্রসবকালীন বেদনার কথা ভুলে-
বাসন্তিক ফুল-তবুও তোমার জন্য ফোটে
তবুও তোমার জন্য বসন্ত আসে চৌধুরী পাড়ায়
এবং আমাদের শহরে রক্ত ঝরে ফোঁটায় ফোঁটায়..