হাস্নাহেনার সুবাসে কাল রাতে আমার
ঘুম হলোনা এতটুকুও!
আকাশের চাঁদ কুয়াশা চিড়ে
লটকে থাকলো তোমার চশমায়
সারারাত, পুরোরাত.......


বুকের সবুজ জমিনে তুমি সাদা বকের মতো
হেঁটে বেড়ালে
নরম জ্যোৎস্নায়;
অথচ তোমায় ছোঁয়ার
অনুমতি আমার নেই।


আর মাত্র কিছুক্ষণ
এরপর.....
হ্যাঁ, এরপর তুমি চলে যাবে
তোমার আপন আকাশে।
বাতাসে উড়ে যাবে আমার হঠাৎ আকুল প্রেম!


রেনুর মতো,
চিকমিকি জড়ির মতো,
কিংবা উৎসব আফসান রাংতার মতো
তুমি আবির হয়ে
লেগে থাকবে গালে আর আঁচলে।


বলতে পারো কেন,
কেন লেখা নেই তুমি
এ পোড়া কপালে?