বেশি কিছু চাইনা আমি,
থেকে যাও অদেখা স্পন্দন হয়ে
বুকের বাঁ পাশে।
যখন রাত আসে
থেকে যাও চাঁদ কিংবা জোনাকি হয়ে;
আমার উঠোন ভরে থাক নরম আলোয়।


থেকে যাও তুমি,
নকশীকাঁথার ভাঁজে
বৃষ্টি মুখর সাঁঝে
ভরা শাওনের উষ্ণ আলিঙ্গন হয়ে।


বুকের মহাসাগরে তুমি
দুরন্ত ডলফিন হয়ে আরেকটু দাপিয়ে বেড়াও।
আমায় আরেকটু অস্থির করো
গাঙচিলের ডানায়......।


থেকে যাও তুমি খোপার কাঁটায়
কাজলের টানে, নুপুরের শিঞ্জনে
কিংবা বুক ভরা অভিমানে।
নিঃশেষ করে দাও প্রেমের আবেশে!


যে বুকে কাঁপন নেই,
যে চোখে অশ্রু নেই,
যে রূহতে নেই কোলাহল
আহুতি দিয়েছি তারে প্রেম হোমানলে।
প্রতি পলে, সময়ের ছলে
শুধু তোমাকেই চাই আমি
         একান্ত নিরালে.............!