তোমাকে ভালোবেসে আমি
হেঁটে এসেছি,
জোড়াদিঘী পাড়।
হয়ত তোমার জন্য প্রেমী
ছুঁয়ে এসেছি
সমুদ্র অপার!


কোথায় তোমার চোখের কাজল?
কোথায় তোমার সিক্ত আঁচল?
কোথায় তোমার সুপ্ত চাওয়া
                 নয়নেতে টলমল?
কোথায় তোমার হৃদ-সাগরের
                   মুক্তা ঝল মল?


শুধু তোমাকেই চেয়ে
ভুলে গেছি
নিষ্ঠুর কালো রাত।
স্বপ্নেতে কাছে পেয়ে,
আলতো ছুঁয়েছি
মেহেদী রাঙানো হাত।


হয়নিকো কোন হাতের কাঁপন,
তুমি যে আমার এতই আপন।
কতটা মায়ায় টানতে পেরেছি
                মৃত্যু সরিয়ে জীবন;
জানে শুধু তা আমার আত্মা
                তিক্ত ব্যথিত মন।


তুমি চলে গেলে
আমি কোথাকার কে?
কী নাম পরিচয়?
তোমাতে শান্তি মেলে;
তুমি আমার সত্ত্বা জুড়ে
জন্ম মৃত্যু ক্ষয়।


আজ যদি শুধু তোমাকেই চাই,
কোমল হৃদয়ে দেবে কি গো ঠাঁই?
আয়নার পানে দাঁড়িয়ে একাকি
                     এই কথাটা শুধাই,
"বহু যত্নের লালিত আত্মা
                     জায়গা কি মোর নাই?"