অনিমেষ, কতদিন দেখিনি তোমায়!
তোমার আঙুল ছুঁয়ে আকাশ দেখিনি
কত শতাব্দী ধরে.....
চপল চোখের চাহনি করেনি
হৃদয় আন্দোলিত.....  


অনিমেষ, কেমন আছো তুমি?
পরিত্যক্ত রেললাইনের মতো বুকে আগাছা জন্মিয়ে,
আমি নিথর পড়ে আছি।
যাপিত জীবন স্থির হয়ে গেছে,
ভাঙা আয়নার কাচে।
পেলব উষ্ণতার আঁচে
কতদিন তোমার ঠোঁটে চুমু খাইনি!
গোছালো আঁচলের আড়ালে অগোছালো হৃদয়,
বিদায়ী ঘন্টা বাজিয়ে চলছে....
প্রতি বিন্দু শিশিরে নীল হয়ে যাচ্ছি,
প্রত্যেক বিষাক্ত ভোরে।
আমার তো পারিজাত হবার কথা ছিল.....


তুমি তো কথা দিয়েছিলে,
হাস্নাহেনার রাতে সুবাসের প্লাবণ আনবে।
কেন কর্পূরের মতো উবে গেলে?
এই রাত, এই বিধ্বংসী অমানিশা
ছিন্ন ভিন্ন করে আমাকে।
মণিহারা চোখে হাতড়ে বেড়াই সুখ,
আর এক চুমুক ভালোবাসা.....


অনিমেষ, কেন নেই তুমি?
কেন কপালে এপিটাফ নিয়ে ঘুরছি?
কেন আমার ঘড়িতে পেন্ডুলামের বদলে
প্রশ্নবোধক দোলে?
কেন? কেন? কেন?


রহস্যে মোড়া হাসিতে, কথার মুগ্ধতায়,
বিশ্বাস করো বুঝিনি বেমালুম....
পারিজাতের দেশে যাবার তোমার এত তাড়া ছিল!