মাঝরাতে হাত থেকে আয়না পড়ে গেলো!
ভেঙে খানখান.......
আমি দেখলাম আমার বিধ্বস্ত অবয়ব,
আরশী মায়ায়।
কত সহজে আমার তাজমহল
সুরকি হয়ে যায়।
কত সহজে তুমি অন্যের হয়ে যাও......


অই তামাটে বুকে কত শিলালিপি?
প্রাগৈতিহাসিক আঁচড় থেকে কলিযুগের
বোশেখী আলপনা,
খুঁজলে সবই মেলে!
কী বিচিত্র তোমার প্রেম.....
চাঁদ তারা গ্রহ নিয়ে বাঘবন্দি খেলো জানি,
কেন এসেছ জোনাকির দ্বারে?
চুপিসারে কেন এই ছিনিমিনি খেলা?
বেলা চলে গেলে
তুমিও হবে ছবি,
নিতান্ত ধুলোর পড়শী হয়ে।


আরশী ভেঙে গেছে,
ভেঙে গেছে ষোড়শী মন,
একবিংশের যৌবন আর নতজানু
বার্ধক্য জীবন।
ফিরে যাও আপন ডেরায়,
এখানে হরিনী আবাদ হয়নি বহুদিন।
শুধু শুধু অক্ষরের জাল বোনা,
মাকড়ের অভিশাপে তুমি হবে
অজিমান্ডিয়াসের ধুলো;
যেন অহেতুক উড়ে যাওয়া শিমুলের তুলো।


আরশী ভেঙে গেছে,
আর কোন রঙখেলা নয়,
নয় কোন রুপালি চাদর।
ঘুমিয়ে যাক অন্তরিক্ষের হাড় কংকাল,
ছিঁড়ে যাক মায়ার এই কুহকিনী জাল..........।