কুহেলিকার ফুল ফুটে আছে
আনাচে কানাচে।
আর আমি সাহারার পিপাসা নিয়ে
ছুটছি ভীষণ.......  
ছোট চড়ুইয়ের বুকে ত্রিশূল চালিয়ে
মৃত্যু মৃত্যু খেলা,
এ তোমার কেমন অবহেলা!


আমার সেকেন্ড কাটে আলোকবর্ষ জুড়ে,
পুড়ে পুড়ে হয়ে গেছি
কয়লার মমি।
তুমি ডুবে গেছ জানি শিরিন শরাবে
প্রেয়সীর রাঙামুখ চুমি।


এর চেয়ে ভালো গল্পটা শেষ হোক,
কাফন উড়ুক পুবালী বাতাসে।
ঢেকে যাক চরাচর কর্পূর ঘ্রাণে।
প্রেম আর মৃত্যু আলাদা কোথায়?


কখনো দুঃখবাদীর চাদরে জড়িয়ে,
কখনো কাঁটাকম্পাসে হৃদয় রেখে,
কখনো বা নেমেসিস হয়ে
আমি দেখেছি পৃথিবীর রূপ,
ওসব ছলনার ঘেরাটোপ।
ওসব মৃত্যুর জ্বালামুখ.........


বাঁচার পথ্যি ছিল শুধুই তোমার বুক,
নিলাম হয়ে গেল কাগজের জোরে।
জীবন গুছিয়ে আমি চলে যেতে চাই
বাঞ্জারানের বহরে.......।