সহস্র মহাকাব্য সৃজিত হোক
তোমার এক বর্ণের দামে
জীবনটা লিখে দেব কবির নামে।


তুমি আমার বিদ্যাপতি!
না বলেও কত কথা বলে যাও নিরবে,
না লিখেও কত চিঠি পাঠালে সরবে!
অবলীলায় কবিতা ভাসে
প্রেম প্রেম বলে,
হে কবি, বাঁধো না আমায় আরো
শব্দের মায়াজালে।


অহেতুক পড়ে আছে দেহলিজে মন,
উড়াও ফানুশ তারে খেয়ালের ক্ষন....
মাতোয়ারা প্রাণ হোক পদ্মার জলে
কী হবে ক্ষতি যদি
সব গ্রন্থ শুধুই প্রেমের কথা বলে?
কী হবে যদি সব দৈনিক
ছাপে প্রেমিক হৃদয়,
সব রেণু আতসবাজি
সব ফুল কস্তুরি নেশা ঢালে!


মুহিব্বি আমার,
এ ঘুমন্ত বর্ণমালা
কিংবা নিশ্চুপ দিনলিপির কপাট খুলে দাও।
আকাশের সব অজানা সারগাম
কবিতার শৈলী লেনদেনে
নিজের করে নাও।
প্রিয়তম, এবার তো চিঠি পাঠাও.......