দিয়েছিনু আমি
শিরের বিনতি,       করের মিনতি,
       সন্ধ্যাতারার দিপালি,
চাঁদ ভরা রাতি,      প্রভাতের ভাতি
       তোমার চরণে ঢালি!


দিয়ে গেলে তুমি
দুর্গম গিরিপাশ,       নাগরাজ নিঃশ্বাস
        অসম প্রবাল প্রাচীর।
ভেঙেচুর বিশ্বাস,      গহীনেতে বনবাস
        সব হল শোচনার তীর!


আজকের আমি
আকণ্ঠ গরল পিয়ে     শুভ্র কাফন নিয়ে
        দাঁড়ায়ে মৃত্যু কূলে....
এ দানের বিনিময়ে    তুমি এনেছ সাজিয়ে
        অর্ঘ্য সমাধি ফুলে!