আমায় মুক্তি দিও।
যখন আমার গাঙচিল হতে ইচ্ছে করে,
মেঘনার বুকে একলা শুশুকের মতো ডুবসাঁতার দিতে ইচ্ছে করে,
মুক্তি দিও।
প্রতি পূর্ণিমায় ভরা আকাশে
উড়ে যেতে দিও।
পাখি হতে দিও
নইলে হয়ে যাব ফণিমনসার ধার।
পাহাড় পেরিয়ে যে জল
ছলছল বয়ে নামে ঝর্নার বুকে,
নিমেষে গরল হবে।


***
হৃদয়ের সম্পাদ্যে একটা ছোট ভুল,
পাল্টে যাবে জীবনের ম্যাপ।
খসে যাবে আকাশের আয়ু......
এসব অঘটন ঘটার আগে,
আমার ডানার শেকল ফিরিয়ে নিও।
কাঁটাকম্পাসের রাজ্যে
অনেক তো হলো হিসেব নিকেষ।
রাত পোহাবার আগেই, প্লিজ
আমায় মুক্তি দিও...........