পশ্চিম আকাশে সেঁটে আছে
মাঘের ভরা চাঁদ;
খুব কড়া ক্যাফেইন যেন,
ঘুমুতে দিচ্ছে না।
ভুলতে দিচ্ছে না শব্দ-প্রপাত,
মনে পড়ছে রাকা-রাত
মনে পড়ছে তোমাকে ভীষণ।
যে আসন পেতেছ মস্তিষ্ক জুড়ে
এক দুর্দান্ত একনায়ক,
নতজানু হয়ে আজো তার ধুলো আঁচলে মুছি।


ভালোবাসা কারে কয় ভুলে গেছি।
শুধু জানি এ শব্দে প্রথম
তোমার নাম মনে পড়ে।
টের পাই এ কাব্যের শেষে
তোমাতেই অশ্রু ঝরে।
থরে থরে সাজানো ছোটগল্পের ভীড়ে
তুমি মাঘের চাঁদ
শীতল মহাকাব্য।
নাব্য হৃদয় আরো আরো দূর যেতে চায়,
তোমার স্মৃতির টানে।
মানজিলে পৌঁছে হয়ত তোমার কথাই ভাববো!
হয়ত তখন আমিই চাঁদ
আমাকে জাগিয়ে রাখবো......