নীল কলমে লেখা নীল কবিতা,
শরত শেষে অই আকাশে মেশে।
ফাগুন হাওয়ার প্রত্যাশায়,
পঙক্তিতে তার গতি আসে।


যাকে ভাবা ঠিক নয় বসন্তবেলা,
বর্ষার জল নিয়ে সেই ফিরে ফিরে
আসে। সব ভুলে থাকা নিশ্চিন্ত মনে
হঠাত দেখি সে ফিরেছে হৃদয় দ্বারে!


কী মালায় বলো তারে করব বরণ?
মালার ফুলে সে যে দলেছে চরণ।
কাঁদবার বলটুকু যে নিয়েছে কেড়ে
আবার কী কাঁদাতে সে এলো ফিরে?


পায়ে লেগে যে ধুলোটা হয়েছে দোষী,
আঁচলে কি মোছাব তা নতশীরে বসি?
আঁচল ভরেছে মোর কাননের ফুলে,
হেলা করে তা কি ফের দেব পদতলে?


হঠাৎ.....
মনে হয় এ সে নয়, এ যে তার ছায়া।
এ আমার হৃদয়ের জমে থাকা মায়া।
বহুদিন কেটে গেছে যার বিহনে,
সে কি আর ফেরে গোধুলী লগনে?


ঢের ভালো না ফেরা শেষ সময়ে,
জ্যোৎস্নায় নিশি যাবে একাকার হয়ে।