অই চোখে যদি তুমি
আর কারে দ্যাখো।
সে বেলা আমার নামে
গোর খুঁড়ে রেখো।


অই হাতে যদি কভু
কারো হাত ধরো,
চাপাতির এক কোপে
আমিটাকে মারো।


অই বুকে আর কেউ
যদি মাথা রাখে,
শেল গেঁথে দেব আমি
এ আমার বুকে।


তোমার চিঠির ভাগ
যদি কেউ পায়,
আগুন লাগিয়ে দেব
বর্ণমালায়..........  


তোমার উঠানে যদি
কারো পা পড়ে,
আলতার বদলে যাবে
শোণিত ঝরে!


অই ঠোঁটে যদি কভু
কেউ হাসি হয়,
পৃথিবী জুড়ে হবে
ক্ষোভের প্রলয়।


যদি কেউ সুর হয়
তোমার ঐ গানে,
বাজবে না কোন বাঁশি
এই  ত্রিভুবনে।


অবসরে ভাবো যদি
কারো মুখচ্ছবি,
রক্তের বান ডেকে
খুনি হবে কবি।


বেভুলে লাগলে ঘোর
যদি আসে মোহ,
কুচি করে কেটে মন,
হয়ে যাব দাহ।


অই রাঙা চেলি যদি
কারো গায়ে ওঠে,
পদ্মগোখরো হয়ে
বিষ দেব ঠোঁটে।


আঙুলের ছোঁয়া লেগে
অন্য সোহাগ?
ছাই হবে লাভা চাপে
জুঁইফুল বাগ।


গলার অই কালো তিলে
কেউ ছোঁয় যদি,
আঁধার পাঠিয়ে দেব
সুর্য অবধি!


আমার হয়েও যদি
না হও আমার।
নিঃশেষে করে দেব
সব চুরমার!