এই প্রেম
এই আগুনরাঙা প্রেম
একদিন আমাকে নির্ঘাত ভস্ম করে দেবে।


মরুর বুকে ছাই হয়ে উড়ে যাব
ফুরাব বাতাসের বুকে অবুঝ বালি....
কেন তুমি বোঝ না, পারিজাত?


আমায় এক বুক শক্তি দাও,
এই সাইমুমে আমি ক্লান্ত, শ্রান্ত।
একটা পাগলপারা প্রেম এলো,
আর তারপর
আমাকে নিয়ে ছেড়ে দিল
ভিসুভিয়াসের কূপে।
দেখো জান, ধূপ হয়ে গেছি!
সন্ধ্যামালতির ফুল হয়ে গেছি......


আমার এ ডায়েরির একটা পাতাও পড়লে না?
জানলে না কতটা আমার তুমি।
যদি কোনদিন তুমি বুঝতে
সমস্ত পৃথিবী উপড়ে ফেলে
ধরতে আমার হাত,
বলতে চলো নীহারিকায় ঘর বাঁধি!


এই প্রেম
এই শিমুলরাঙা প্রেম
একদিন আমাকে শেষ করে দেবে।
দেখবে আমায় তুমি কোন
রাস্তার পাশে বদ্ধ পাগলের মতো
মুহিব্বি, মুহিব্বি ডেকে যাচ্ছি অবিরাম!
দেখবে রাজধানীর প্রতিটি ইমারতে
গ্রাফিতি এঁকেছি
লাল নীল বেগুনির অসমাপ্ত গাঁথা।


আপসোস হবে কি?
অই মায়া মায়া চোখে জল আসবে?


এই প্রেম,
এই রক্তগোলাপ প্রেম,
গুড়ো গুড়ো করে দিয়েছে শিরদাঁড়া।
এই আমিটার জানো, কবি হবার কথা ছিল,
হয়ত এবার পাগলই হবো।
     হাতে পায়ে থাকবে শেকল
             কপালে ঝুলবে একটা বদ্ধ কারা।