দিনভর অঘ্রানী ইলশেগুঁড়ি
দেখো মাঝরাতে এসে ঠেকেছে
শুধু তুমিই এলে না!


এই ক্ষীণকায়া মায়াশালিকের
ঘর উপচে জল
টুপটুপ থৈ থৈ।
উদার বুকের জমিন,
      মুহিব্বি, অনির্বাণ,
            পারিজাত শিখা কই?


হিমেল হাওয়ার চিঠি
উড়ে যায় ধীরে.............
পান্না সবুজ ফানাইয়ের তীরে।
আমার উশ্মী হৃদয় ফানাহ্
রেশমি ঢেউয়ের ভীড়ে!


শাওন ফুরিয়ে, শরৎ উড়িয়ে
চলে গেছে সাদা মেঘ দূর নীলাচলে।
এই হৈমন্তিক প্রেম
     সোনালি ধানের শিষে
          ঘর আর উঠোনের গল্প বলে।


অসময় এ বাদলে না আসে ঘুম
না হয় ঘর-দোর, ব্যাকুল সংসার!
অপেক্ষায় টিকটিক
ঘড়িও ঘুমোতে চায়
সময় কি হয়নি
            ওগো, এবেলা আসার?