তুমি শুভরাত্রি বলো,
কিন্তু আমিতো ঘুমোই না।
জেগে জেগে দেখি তোমার ঠোঁট, চিবুক,
বুজে রাখা দুই মায়াময় চোখ।
যে মরণ অসুখ আমায় জাপ্টে ধরেছে,
বাঁচার আশা কই?
এই প্রেমের মরা তুমি কোন জলে ডোবাবে বলো?


তুমি ঘুমিয়ে যাও,
তোমার দুচোখে নিদ্রা-পরীর সুরভিত লেবাস।
আর আমি?
দেখো ভিসুভিয়াসের মতো জ্বলছি,
যেন কত দিন দেখিনি তোমায়,
যেন কত দিন ছুঁইনি আঙুল।
যেন কত দিন বুকের বালিশে পরম নিশ্চিন্তে ঘুমোইনি।


যত কাছে যাই, আরো আরো মৃগতৃষা
আমাকে মাতাল করে।
তোমার অধরে আমি চাতকের মতো বেহায়া,


রাত্রি শুভ হয়না আমার,
ঠিক তোমার পাশেই আছি,
টের পাচ্ছি মাতাল সুবাস
তবু, তবু কেন এই হাহাকার?
আর কত কাছে গেলে মিটে যায় প্রাণের পিপাসা?
আমি আমাজন নিয়ে এসেছি হাতের তালুতে,
আটলান্টিক ঘুরে দেখেছি সম্পূর্ণ একা,
নায়াগ্রায় ডুব দিয়েছি হাসতে হাসতে।
অধরা থেকে গেলে শুধু তুমি!


পেয়েও না পাওয়া উড়নচণ্ডী মন,
তোমার চৌকাঠে অবলা শিশুর মতো,
ভনভন করে ঘুরছে।
গোলাপি চশমা চোখে আকাশের পানে ছুটে যাচ্ছে,
বিশ্বাস করো হদিস পাচ্ছেনা।


জাপ্টে ধরো অক্টোপাসের মতো,
ক্ষতবিক্ষত করো এই মাংস- প্রাচীর
শুষে নাও শেষবিন্দু প্রাণ।
এ প্রেমের একটাই পরিণতি........
মহাপ্রস্থান............