একটা রোদে পোড়া দিনের শেষে,
রাতের আঁচলে
যখন বৃষ্টি নামে,
যখন ভেজা মাটির গন্ধে আমার নেশা নেশা লাগে;
তখন, ঠিক তখন তুমি অঙ্কুরিত হও
বুকের বাঁ পাশে।


বাবলা কাঁটায় মন বিঁধিয়ে
কত রোদেলা দুপুর কেটে গেছে,
ওই মেঠো পথে তুমি আসোনি।
লিলুয়া বাতাস ফিরে ফিরে গেছে
ঝাপসা ধুলো ঝড়ে।
অথচ যখন গাছের পাতায় স্নানের উৎসব,
যখন দূর্বাঘাসের বুকে বাঁচার উচ্ছ্বাস,
কত সহজে তুমি এলে!


তোমাকে খুঁজেছি উপন্যাসের পাতায়,
গানের কলিতে আর নতুন শাড়ির গন্ধে।
তোমাকে খুঁজেছি মাঘের চাদরে, শরতের নীলে।
বুঝিনি তোমার রন্ধ্রে রন্ধ্রে কেবলই
বর্ষা বসত করে।
তুমি ফিরে এলে সোনাব্যাঙের গানে,
কেয়াফুল হাতে নিয়ে,
টুপটাপ শাপলা পুকুরে।
আলতার বাটি তাইতো হঠাত উথলে উথলে পড়ে।


যখন বৃষ্টি নামে,
ভেজা মাটির ঘ্রাণে আমার নেশা নেশা লাগে
তখন, ঠিক তখন তুমি প্রস্ফুটিত হও
মনের পদ্ম সায়রে........