আগুন লাগিয়ে দিয়েছি সবগুলো ব্যস্ত বাসে
বোতল-বোমায় ভেঙে গেছে
সব বিচ্ছিরি কাঁচ।
চুর চুর হয়ে যাওয়া রাস্তায়
উড়ালসেতুর বুকে
পরাজিত সূর্যের শেষ আঁচ।
এক বুক তৃষ্ণায় হামীম-নহর,
দাউদাউ জ্বলে যাক তোমার শহর....


আটপৌরে গপ্পোগুলো পুড়ে খাক,
ল্যাম্পপোস্টের সব প্যাঁচানো তারে
লটকে যাক
কা কা, হর্ণ আর ফেরিওয়ালার হাঁক।
ছিড়ে যাক প্রিয় টাই অপ্রেম খোঁপার কাঁটায়,
বদনাম হও তুমি নিষিদ্ধ নেশায়।


কাগজ-পোড়ার গন্ধে বুঁদ হোক
লাল-নীল সব বই-ক্ষেত
থেমে যাক শব্দ-আবাদ,
বরবাদ নীল পাঠকের চায়ের কড়চা!
বায়ান্ন বাজার তিপ্পান্ন গলিতে
ভাটায় পড়েছে দ্যাখো, আবেগের কেনা-বেচা....


টুকরো টুকরো হোক মুঠোফোন,
টুংটাং আসা সব কথার ফড়িং.....
ভেঙে যাক ডানা,
আকাশে ছেয়ে যাক বিষাদের পরওয়ানা।
টকটকে স্ফুলিঙ্গে উড়ুক রিকশার রঙ,
মুছে যাক চিরচেনা গ্রাফিতি,
লাগামহীন বন্য ইঞ্জিনে
অসংজ্ঞায়িত হোক
সুদক্ষ, নিপুন বোনা জীবন-জ্যামিতি।


সহস্র রাবার বুলেট
কুড়াতে জন্ম নিক হিমু'র পকেট।
পড়ে যাক তালা সব দরজায়
থেমে থাক কাজের জঞ্জাল,
লীলাবতীর আজ মন ভালো নেই।
বিশুষ্ক প্রেমিক,
তোমার মানচিত্র জুড়ে হোক
                       জ্বলন্ত হরতাল....।