পৃথিবী বর্ণবাদী,
ছিল, আছে, থাকবে।
গণতন্ত্র, স্বৈরতন্ত্র কিংবা রাজাদের রাজমহলে
কোথাও কোন সংবিধানে
আমাদের পক্ষে কোন সন্তোষবানী লেখা হবেনা;
আমরা কালো!


কাজলের মতো,
দোয়াত-কালির মতো,
রাতের মতো।
কালবোশেখী মেঘ
অথবা তন্বী তনয়ার লাজুক তিলের মতো।
মেঘকালো কেশ কিংবা বাঁকা ভ্রু,
নয়নের মণি,
আমরা ঠিক হরফের মতো।


হ্যাঁ, আমরা কালো।
শ্যামের সাথে লা জুড়ে দিয়ে
জাতে ওঠার প্রচেষ্টার চাইতে
         জানো তো, মরে যাওয়া ভালো।


যুক্তিতর্ক করে হবেনা লাভ,
তোমাদের চোখ বারবার ঘুরে যাবে
সাদার দলে,
কিংবা তাদের পদতলে
খুঁজে নেবে সুখ।
কালো বক্ষের চাইতে ফর্সা চরণ শ্রেয়, তাইনা?


আয়নার সামনে থেকে সব
সাদা ধুলো চক
সরিয়ে ফেলেছি, প্রিয়।
কালোয় আমার আলো খুঁজে নিয়ো।
আর তা না হলে বোলো,
একটা না লেখা কাগজ
তোমার ডাকবাক্সে পাঠিয়ে দেব।
       পড়ে নিয়ো সাদার শূন্যতা,
                 অনন্তকাল ধরে..........


তোমাদের বর্ণবাদী পৃথিবী
ছিল, আছে, থাকবে।
কালা, ধলা, নীলা, পিলা
তোমাদের পকেটে তুলে রাখো।
পরোয়া করেই বা কে?
যত খুশি নাও মুখ ফিরিয়ে,
আমরা থাকবো দীপ্তিময়  
একান্ত নিজ কসনের সুখ নিয়ে!



----------------------------------------
* কসন > কৃষ্ণ > কালো