আজ কোন কাজ রাখিনি হাতে,
আজ শুধু কবিতার দেশে
ঘাসফুল হয়ে ফোটা,
নগরের শেষ প্রান্তে একটা অর্কিডের বন,
ভেসে যাব আশ্বিনী বন্যার স্রোতে
কেয়াফুলের শেকড় ছাড়িয়ে
বহুদূর, বহুদূর......।


খুব ভোরে মস্তিষ্কের শক্ত প্রাচীর খুলে,
আমি ঘাস বুনেছি,
দূর্বার জীবনে দূর্বা হওয়াই শ্রেয়।
আজ কোন ব্যস্ততা ছোঁবেনা আমাকে,
এমনকি তোমার আড়চোখও ফিরে যাবে
উদাসীনতার বহর দেখে।
ডায়েরীর পাতায় একটা ড্যাফোডিল
গুজে দিয়ে আমি হারাব কৈলাস হিমে......


সেখান থেকে যাব এল নিনো ঢেউয়ে,
নীল জলে চিৎসাঁতার
ভেসে ভেসে দেখব কতটা আকাশ....
কতটা চন্দ্রালোক আর কতটা জোয়ার।


ততক্ষনে নিশ্চিত গজিয়ে উঠবে
আলবাট্রসের ডানা,
প্রবাল প্রাচীরে প্রেম জমা দিয়ে
জলের অভিকর্ষণে খানিক বেনামী হানা।
উত্তাল জলে খসে যাবে রাঙা চেলি আর বেরঙা মুখোশ।
ধ্বসে যাবে প্রাগৈতিহাসিক গোলাপি লবণপাহাড়।


আজ কোন শোরগোল নয়
নয় তুমি তুমি কলরবে মুখর হৃদয়।
আজ শুধু কবিতায় বালিহাঁস ঝাঁক,
পুরোনো ওয়াইনের ঝাপ খুলে
নেশায় বুঁদ হওয়া একজোড়া জুতোহীন পা.....
যেদিক খুশি যাক।


আজ আমার জন্মদিন,
মানুষের খোলস ছেড়ে অবশেষে
হয়েছি স্বপ্নের লা নিনা।
জানিনা যাব কতদূর,
শুধু জানি আমি আর তোমাকে মানিনা........ 🖤