চাইলেই উন্মত্ত শরীর আর পিপাসু হৃদয় পাবো
চাইলেই সেকেন্ডে পাবো অতনুর কাম!
তবু বদনাম হয়ে তুমি তুমি জ্বলন্ত কয়লায়
পারি দিচ্ছি এক আলোকবর্ষ
ভুলে গেছি আয়নার নাম-ধাম!


চাইলেই পাবো অশত্থের ছায়া,
পাবো হাজার রাতের চুম্বন মায়া
তবু কাঠফাটা রোদ মাথায় করে
চলছি সাহারায়,
কয়লা হচ্ছে দেখো লীলার কায়া।


চাইলেই পাবো দলিলের সই
পাবো ঘর, দোর, উঠোন, চৌকাঠ,
চাইলেই কোমরে ঝুলবে চাবির গোছা
এক বাড়ি গিন্নির ঠাট-বাট!
তবু হামীম ভিস্তি নিয়ে ঘুরছি বাঞ্জারান,
আলেয়ারও মাঝে মাঝে দেখি বন্ধ কপাট!


গোলাপ-বারির ঘ্রাণ, কস্তুরির টান
আশেপাশে পুলকিত ফুলের বাগান,
হাতছানি ছায়া-মায়া অযুত আহবান
পায়ে মাড়িয়ে অহর্নিশ,
এক বিন্দু শিশির আর
জোনাকির শপথ পেতে মরিয়া বেগবান
সুদূর মেরুপ্রভায় লুকিয়ে আছে
                             প্রাণভোমরার প্রাণ!


কত শব্দ গড়িয়ে গেল,
ঢালু মনের ঢালে ঠিক যেন রঙিন মার্বেল।
পোষায় না আমার ওসব খুটিপাতি খেল্....
দুরন্ত ষাঁড়ের চোখের আলতা দেখিয়ে
ম্যাটাডোর হতে চায় আরশী-কাতেল।


ইশকে ডুবেছ কখনো?
কখনো হয়েছ তুমি আশেকে আশিক?
বুঝবে কিভাবে বলো,
বিষ-পেয়ালায় মধু খোঁজে সুজন রসিক.....


কতটা রক্তাক্ত স্নায়ুর লড়াই,
জানে শুধু মাজনুন স্বপ্ন-খেকো!
এত কিছু ভাববার সময় কোথায়,
তার'চে আমায় তুমি পাগলই ডেকো।