যতবার মহাসাগরীয় ঢেউ আছড়ে পড়বে তীরে
দৃঢ় হবে ভালোবাসার আন্তঃআনবিক
এই বালিঘর ভাঙবে না কোনদিন।


পৃথিবীতে কোন জল নেই
যা এই শপথ প্লাবিত করতে পারে।
প্রিয়তম, হাত ধরে দেখো
আমি মহাবিশ্ব পাড়ি দেব
অনন্ত আঁধার এলেও হাত ছাড়ব না।


হয়ত সব দিন হবেনা বিভোর,
হয়ত সব কবিতা কাড়বে না ঘুমঘোর।
কিছু দিন হবে একঘেয়ে
কিছু রাত হবে ভীষন অঝোর....
সহস্র মেঘ আর দামিনীর ভিড়ে
তোমার হাত ধরে
        পাড়ি দেব জীবনের ছোটগল্প।
অল্প অল্প করে চিনে নেব
তুমি আর আমি কে, কতটা কেমন।
একটা জীবন জুড়ে হবে
চুপচাপ আলাপন।


হে আমার স্বপ্নের ঘর
আজ প্রথম দেখার দিনে
বেঁধে নাও আলিঙ্গনে।
জানি দেরি করেছি অনেকটা বেশি
মাসুল চুকিয়ে দেব বিশ্বাস করো।
বলে তো দিয়েছি শেষমেশ
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি.....