আমার হাতে জাদু আছে,
ছুঁয়ে দিলেই সব কর্পূরের মতো উবে যায়।
ঘাসে পা দিলাম,
আস্ত বন পুড়ে ছাই হয়ে গেল।
জলে নাবলাম,
হয়ে গেল খাঁ খাঁ প্রান্তর।


তোমাকে হারানোর পর থেকে আমি বিশ্রী ভাবে
অলক্ষুণে হয়ে গেছি।
বেসামাল বিশেষণে লেপ্টেছে সব।
বেলকনিতে আরব্য গোলাপ,
হয়ে গেছে কয়লার গুড়ো।
রাত চলে গেছে পিশাচিনীদের খপ্পরে।
দপ্তরে দপ্তরে চলছে বড্ড অসন্তোষ,
হিসেবের গরমিলে পৃথিবী ঘুরছে উল্টো চাকায়।
টাকায় টাকায় নেই অঙ্কের মুখ।
সাদা হয়ে গেছে সব কাগজের নোট,
চোট খাওয়া রেসের ঘোড়ার নাল
জকির বুকে জন্মের শোধ তুলছে।
দুলছে মধ্যরাতে ঢং ঢং ভুতুরে পেন্ডুলাম......
তবু তোমায় জানাতে এলাম;


আমার হাতে জাদু আছে,
আমি ছুঁয়ে দিলেই আজকাল সব সোনালি আপেল,
ইতিহাস সাক্ষী
ক্ষুধার্ত পৃথিবীর পেটে
কবিতা কখনো হজম হয়নি।
তুমি অর্ফিয়ুস হওনি বলে
ইউরিডাইসের মন উড়ে গেছে শুকনো পাতার সাথে।


গল্পের মূলে এখন শুধুই মেডুসা বসত করে,
জানি ফিরেও তাকাবে না।
সব ফুল ফুটে আছে দেবীদের বাগানে,
আমার কাননে আঙুরলতায়
লাউডগা সাপ দোলে।


একটা প্রেম,
একটা বিচ্ছেদ
আর সবটুকু ছন্দ উধাও......  


বিশ্বাস করো, আমার হাতে জাদু আছে!
নইলে কিভাবে ছুঁয়ে দিলেই
সব হিলিয়াম হয়ে যায়.........