তুমি দেখে নিয়ো
একদিন আমার আকাশে অনেক নীল
উপচে পড়বে।
গোলাপের ভারে সুবাসিত
যেন এক একটা আরব্য রজনী.......
হয়ে যাব চিরচেনা অধরা সজনী।


কক্ষপথ আরো আরো সুবিশাল
নীহারিকা আরেকটু উজল,
ধূমকেতু হবে আরো চঞ্চল।


উল্কার অভিমানে আমি তোমার
আকাশে অযুত রাতের তারা,
দিশেহারা হাস্নাহেনা হয়ে যাব
তোমার শিয়রে একটা শিতল বাতায়ন,
থেমে যাবে অনামিকার বুকে
সহস্র সাইপ্রাস সাইক্লোন।


সৃজিত হবে বিভোর মিলন-তিথী।
জন্ম নেবে এক অমর আফ্রোদিতি.....
তুমি দেখে নিয়ো।