গল্পটা আমার চেনা,
চেনা এই পটভূমি।
কেমন করে নিউরনে
গোখরা বাসা বাঁধে,
কেমন করে নীল হয়ে যায়
হাস্নাহেনার পাতা......
জানি।
ওসব আমার হাতের রেখায় আঁকা,
খুব চেনা এই গল্পটা
মোড়ক পালটে আসে
বার বার,
অবলা হৃদয় ঘর বাঁধে বালুচরে।
এক ঝাপি মিথ্যে বর্ণমালা
আর ঠোঁটের কোনে হাসি,
ছলনার সুতোয় গাঁথা
গল্পটা আমি জানি.......