নিরবতার বাড়ি বেড়াতে গিয়েছিলাম....
ঠান্ডা মাটির মেঝে,
জুরিয়ে গেছে তপ্ত ক্লান্ত পা
ঘুম চলে এসেছিল
যেন মায়ের কোল!


কলের জলে কী এক অদ্ভুত মিঠা স্বাদ....
উঠোনের পাশে হলুদ নরম মুরগি-ছা
ইতিউতি ঘুরপাক খাচ্ছে।
করমচা'র গাছের নিচে
পর্তুলিকার ঝাড়,
সাদা, হলুদ আর ম্যাজেন্ডা প্রজাপতি।


একটা শ্যাওলা সবুজ নিঝুম জলের ঘাট,
জলের বুড়ির ভয়ে ভীত
রাইকিশোরীর মন
আর সাঁঝ-নামা সোনাঝুরির বন;


আকিকা করে
ওরা আমার নাম মৌনতা রেখেছে।