আমি জন্মলগ্ন থেকে যা কিছু সুন্দর দেখেছি;
নীল আসমান,
বেগুনি অর্কিড,
লাল সূর্যাস্ত,
হলুদ স্বর্ণলতা,
ধুসর কবি,
আর সাতরঙা রামধনু.......
ধোঁয়া ওঠা সর-পোড়া বাদামি দুধ চা,
কমলা ডিমপোচ নরম অভিমান,
টিয়ে-রঙ শাড়ি আর লাল টুকটুক পিরান,


ব্যস্ত রাস্তায় কালো দামি গাড়ি,
বন্য খয়েরি অশ্বের চকচকে কেশর.......
নায়াগ্রা, আমাজন, নাগর কিংবা আত্রাই নদী,
অভিমানী চাঁপা, টগর আর অতসী ফুলের ভীড়ে
যা আমায় মুগ্ধ করেছে সবচেয়ে বেশি,
তা তোমার ঘুমন্ত মুখাবয়ব।


এত মায়া নেই লজ্জাবতীর কোলে,
এত আবির নেই কোন রাকা চাঁদে!
আমি জোয়ারের ঢেউ হয়ে গেছি
ফুঁসে উঠছে প্রেম......
ডাকছে প্লাবণ।
সূর্যের চাইতে সুন্দর
মুহিব্বি আমার,
এ বক্ষে পা রাখো
তোমার চরণতলে আমি কোমল দূর্বা হতে চাই।
হতে চাই দিগন্ত, প্রান্তর।


জন্মলগ্ন থেকে মৃত্যু অবধি
যা কিছু বাঞ্ছা আমার,
সবকিছু তুমি শুধু তুমি
          তোমাতেই জল,
                তিয়াস বেশুমার।