মুখটা মনে পড়ে না!
চেনা পথে ঘুরে ঘুরে মিছেমিছি
          কোন এক বাঁকে আমি
               বেঘোরে হারিয়েছি।
খুব বেশি দেখিনি তোমায়,
চোখ বুজে শুধু অনুভব করেছি
               রক্তের দোলায়।
অন্তরে বন্দি করে আরেক অন্তর,
মোহের ঊর্ধ্বে গিয়ে যেন অবোধ জীব
             কেবল শুষতে চেয়েছি মন।
আমাকে ফেলে তুমি গিয়েছ কখন,
বুঝিনি আমারই কোলে!
অস্ফুট কথা তার শ্রবণে দোলে।


শুধু সেই পথ চলা,
সেই শখের গা ছাড়া ভাব,
      তনুমনে শিহরনে দিচ্ছে জানান
           আজ শুধু তোমারই অভাব।


তোমার হাত ধরে
সেই ঢলোঢলো আয়েশী চলন,
গাঢ় সন্ধ্যায় খেয়ালি দু'কলি গান
        স্মৃতির ডায়েরি খুলে দোলাচ্ছে এ মন।


তবু মুখটা চোখে ভাসে না।
শুধু সেই অপলক চাওয়া
নিশ্চিত হারাবার ভয়,
হঠাৎ থেমে ফের অভিমানে হাঁটা,
শত খুনসুটি আর শিশুর তুল্য মায়া.....
অতীতের সেতার বাজিয়ে
        ধরেছে কাঁদবার বাহানা।


কেন চোখে জল আসে না?
বলতে পারো
তোমার মুখটা কেন মনে পড়ে না?