মুহুর্মুহু কেউটে ছোবল শেষে
একরাত জোনাকি জীবন!
লক্ষাধিক অশ্রু অপচয়ে আসে এক চিলতে হাসি,
আর্ফিয়াসের বাঁশি
ভেঙে গেছে বহু আগে!
এখন শুধু অবহেলায় পড়ে থাকা,
ড্রয়ারের এক কোণে
চিলতে চিরকুট।
আশার ঘরে নিরাশায় সর্বহারা মন
দেদারসে হরিলুট!
আজকাল ভাটায় ভাঙন হয়
চাঁদ ভাঙে তটিনীর সাথে।
পাহাড়ের এক কোণে লুকিয়ে থাকা
ভয়ার্ত টিয়াপাখি,
দাবানল দেখেছে ভীষণ,
ঝিনুক দেখেছে মুক্তোর অপচয়
আর আমি?
টের পেয়েছি কর্দমাক্ত বিষাদে
আমার নাক মুখ চোখ সব
কোণঠাসা হয়ে গেছে,
রোদ নেই একফালি পুরো আসমানে।


এমনি বিকেলে হঠাৎ পুবালি হাওয়া বয়,
জীবনের শেষ সঞ্চয়
উড়ে যায় ক্ষয়িষ্ণু আয়ুর সাথে,
প্রেম নামের ছেলেখেলায়........
বড্ড অসময়ে,
বড্ড অবহেলায়!