ক্যানভাস হতে চেয়ে
আর্ট হল হয়েছে কপাল।
ছবি আসে, ছবি যায়.....


মেহু'র কোন গল্প নেই,
জলের ছায়ায় কিছু চিকন ঢেউ,
অহেতুক আলাপে ভীষণ মগ্ন কেউ
বুকে রেখে যায়
আজীবন পুষে রাখা বেদনার ফেউ!
নিতান্ত অর্বাচীন,
নেহাতই মলিন......  একটা নীল আকাশ!


একটা আনকোরা মন,
কিছু তুলি আর রঙ
কত বেশি দাম তার?
কে চেয়েছে এত গল্পের সারি?
অল্পে তুষ্ট প্রাণ
চায় আজ অবসান,
পুড়ে যাক হৈমন্তিক ধান
        উড়ে যাক বর্গাচাষির মিথ্যে শান!


পৃথিবীতে কে কার?