সুখে থাকার জন্য অষ্ট প্রহর
কত রকমের চলে ফন্দি ফিকির(!)
ভোকাট্টা ঘুড়ির মতো লাট খেয়ে
পড়ে থাকে.....
জিতে যায় শুধু নিরবে নিভৃতে
একান্ত জিকির।
জিতে যায় সিজদার পরম চাওয়া।
হেরে যায় হতাশার গান,
দিগন্তজোড়া হাহাকার আর
আত্মহুতির আহবান।


আঘাতে আঘাতে কী ভীষণ নড়বড়ে
আমার আত্মার টেকটোনিক।
এই গান এই কবিতা দেখছো না?
এসব ফুলের লাশ,
বয়ে চলছি আমি স্বার্থপর গন্ধবণিক।


কত হাবিয়ার লাভা
খেয়ে গেছে গোলাপের আভা,
জানে শুধু অর্ন্তযামী।
আমি কড়ায় গুনি গণ্ডা গণ্ডা পাপ,
পুরো এক জীবনের সালতামামী।


মিথ্যে ক্ষনিকের ডোপামিন সুখ
টেকে কতক্ষন?
স্থায়ী স্বস্তি খোঁজে এই ক্লান্ত নিউরন।


নফসের কালো সুতো পেঁচালে হৃদয়
রূহ কাঁদে মুহুর্মুহু,
খোঁজে জীবনের সঞ্চয়।
ভিস্তির জল কমে আসছে,
সাহারার পথে তবু হাঁটা ধরি
আমার তো সাথে আছে অসীম রবাভয়........