তোমার কাছে আর কিইবা চাইব বলো?
পুরো একটা চাঁদনী রাত কেটেছে তোমার আলিঙ্গনে।
কেটেছে কবিতার মূর্ছনায়,
সহস্র শতাব্দী পেরিয়ে গেছে
আমাদের কথা ফুরোয়নি।


তুমি কি টের পেয়েছিলে?
আমার প্রতি কোষে
অই জ্যোৎস্নালোকে
ফুটে উঠেছিল অযুত রজনীগন্ধা.....।
সুবাসের বাসনায় তিয়াসী প্রাণ,
কী নিবিড় প্রেমের সুধা!


তোমার কাছে কিইবা চাইব বলো!
এক রাত সারারাত তোমার চোখে
আমি ছিলাম আকাশের ডানা
তুমি ভালোবেসে নাম দিলে চাঁদ,
হয়ে গেলে আমার ধ্রুবতারা।


আমি তোমার মায়া, তোমার শালিক
শুধু একান্ত তোমার আকাশে মায়াবী দ্বাদশী চাঁদ।
আমায় বিশুদ্ধ করো,
তোমার উষ্ণতায় গলে যাক
           শীতল কালের চাকা।
অর্থপূর্ণ হোক দূর্বা'র বেঁচে থাকা।
তোমার কাছে আর কিইবা চাইব বলো?
আমার স্তব্ধ স্তবক করো মোহিত সংগীত,
করে তোলো জ্যোতির্ময়ী
করে তোলো রাকা।