আমার মন খারাপের রাতে
ঘুম হয়োনা তুমি।
আমার দেয়ালে আছে সহস্র সুডোকু আর লক্ষাধিক ত্রিকোণমিতি……..
চাইনা আমার কোন কেয়াফুল আরতি,
চাইনা ঠেসমূল,
চাইনা কোন পরগাছা চাঁদের জ্যোতি।


অন্ধকারের কালিতে আমি আমার গল্প লিখি
লিখি একটা ব্যক্তিগত শিলালিপি।
চাইনা বয়াম ঠাসা ব্যর্থ সোহাগ
চাইনা তুমি তুমি করে মরা কোনো
মরচে-লাগা ছিপি।
আঙ্গুলে আগুন লাগা দুপুর জানুক
একাকিত্ব কাকে বলে……………।
জানুক জলের বুকেও জল অনেকখানি জ্বলে
তিয়াসের সমার্থ জীবন
এককের গল্প শোনায় নিজস্ব নিরালে!


সূর্য চেনো?
কী দেখো? রোদ, আলো, প্রাণ ?
আমি দেখি শুধুই আগুন
দেখি বৈরাগ্য বুকের জ্বালা, আরক্ত চিতা আর
বহ্নির দামে কেনা অতুল সম্মান।


ঘুম হয়োনা তুমি
কোনো মন ভেঙে যাওয়া রাতে।
আমার হাতে থাক আমার মেলাটোনিন
পারলে হয়ো এ ক্লান্ত রাহীর রুহে
বিশুদ্ধ শানিন
অথবা  নীলকন্ঠে এক কাপ চায়ে
একটা চুমু,
পুরো একটা গোলাপ ছুটির দিন................