প্লিজ, আমাকে বাঁধো।
এই প্রবল স্রোতে আমি হারিয়ে যাব
আমাকে আটকে রাখো হলদে পেপারক্লিপে।
লুকিয়ে রাখো দালিলিক স্তুপে
কোন বেগুনি ছাপ কিংবা সইয়ে।


আটকে রাখো এক গুচ্ছ নিবেদিতা গোলাপে,
লকেটের নামে,
চিঠির খামে,
উঠানের লক্ষণ-রেখায়
কিংবা দেয়ালের দায়ে।

নুপুর বেঁধে দাও এই ফরিং পায়ে
কিছু তো করো!
আমি উড়ে যাচ্ছি শুকনো বালির মতো
কাঁচের বোতলে পুরে অমর করো।
শুকিয়ে যাচ্ছি ঢেলে পড়া দোয়াত
এ বুকে আঁকো ক্যালিগ্রাফি....


পাপী তাপি প্রাণ
কখন উড়ে যাবে
কিংবা হয়ে যাবে কারো দাসানুদাস।
শেকল পড়ার আগে
আমায় দাও একটু আকাশ।


উচ্ছ্বসিত রাহুল পূর্ণিমায়
আমি অঢেল ঘর-বেবাগী,  
আমায় বাঁধো
শক্ত করে জড়িয়ে রাখো।
এ সাইমুমে মনোবল হাওয়াই মিঠা।


বেঁধে ফেলো বুকের পাঁজরে.....
তোমার, শুধু তোমার করে
রেখে দাও ড্রয়ারের কোণে।
আলমারি নতুন শাড়ি কিংবা বুকশেলফ এর বধির প্রাচীরে।
রক্ষা করো আলিঙ্গনে
একাকিত্ব আমায় কুড়ে কুড়ে খায়,
খুঁজছে দু-চোখ মায়া,
মায়ার মায়ায়.........
ভাবনার সৈকতে লিখো নাম
ভীষণ আবেগী দাগে,
এই আমিটা
শেকল পড়ার আগে.........