কালো অলি এসো না
মন ফুলে বোসো না।
        মালা গাঁথি সে ফুলে
            কেন বোঝ না?
        প্রেমিক দুয়ারে মোর
            বাধা হয়ো না।


ওগো! বোশেখের ঝড়
ভেঙোনা আমার ঘর।
         সেথা বসে আছে মোর
                মানস-প্রবর,
         নত করে নাও তব
               প্রলয়ের স্বর।


ডেকোনা সূর্য তুমি রোদেলা প্রভাত,
আরো কিছুক্ষণ থাক এ মায়াবী রাত।
           জ্যোৎস্নায় এত সুখ
               প্রেমের প্রপাত।
           নিবিড় আবেগে তুমি
               হেনো না আঘাত।


অমানিশা এসো না'ক কালো চুল মেলে,
শশীটাকে ঢেকো না কালো মায়াজালে।
           থাকে যদি প্রিয়তম
               চোখের আড়ালে।
           কিভাবে কাটাব রাত
               আঁধারের কোলে?