বয়স্ক শিশু গাছটায় সে রোজ আসে,
কচি সবুজ পাতার ঘ্রাণ নিতে।
রোদ পেরিয়ে
তাপ ছাড়িয়ে সেই যে নিজঝুম শ্রাবণ এলো,
তারপর আর তার একা লাগেনি।


কে বলে একলা তাকে অপয়া লাগে?
কী সুন্দর শ্রাবনের ধারা তাকে
সজ্জিত করে;
কাকভেজা উপমা ফেলে কবি খোঁজে
সিক্ত শালিক ডানা।


মাঝে মাঝে নিঠুর মেঘ,
টুকরো টুকরো করে অবুঝ আবেগ।
জলের দামে দ্যায় মরিচীকা,
একা একা
তবু ভাঙেনা মন,
অপেক্ষায় অনুক্ষণ!
এ এক আদিম সবুজ তপস্যা।
স্বচ্ছ চোখে আকাশ ছোঁয়ার
এই ব্যাকুলতা আনে
অজস্র অলীক বর্ষা।


আমি অবাক নয়নে দেখেছি
শিশুগাছ, সবুজ পাতা, শ্যামা-চোখ
আর পাখির ঠোঁটে লাজুক মেঘ-তিল!
হয়েছি বিভোর
অনন্ত অনাবিল।


রোদ বলে ভিজোনা পাখি,
ফিকে হবে আঁখি,
ডানা যাবে ঝরে.....
শোনেনা পাখি,
শুধু ভাসে জলের জোয়ারে।
হার না মানা
সে এক তীব্র কাঁপুনি
তবু ভিজে যায়......
      অতলান্ত বরষায়.............।


অই শিশুগাছ সবুজতর সুখ,
আরো আরো বর্ষা নামুক,
জল থৈ থৈ আঙিনায় নুপুর পায়ে
   হেঁটে যাক উড়ু উড়ু মন,
আজন্ম চিরন্তন..........।


পাখি জানে সবটুকু মায়া,
রাত পেরুলেই বলবে আকাশ
"প্রতি ফোঁটা বৃষ্টি অলীক।"
তবু প্রেম আসে
ভালোবেসে বেঁচে থাকে শ্রাবণ শালিক। ❤️