তোমার নেত্র যখন
ঘুমের গল্প বলে,
এই পোড়া মস্তিষ্কে
মহা সৌপ্তিক চলে।


চতুরঙ্গ আনে শত
চিন্তার লষ্কর,
চোখে চোখে যুদ্ধ
হাসে রাত তষ্কর!


আলে-ঝালে যায় কেটে
ব্যস্ত দিবস,
রাত আনে বিষ-মাখা
কবিতা বিবশ!


তোমার কন্ঠ যখন
সুখ গীতি গায়,
আমার পরাণ কেঁদে
ডানা ঝাপটায়।


উঠান ছেয়েছে তোমার
রাতুল পলাশে,
আমি দেখি মহানিশা
সৌপ্তিক আকাশে।


-------------------------------------------


#সৌপ্তিক > রাত্রিকালীন যুদ্ধ
মহানিশা > মধ্যরাত