মনে আমার মনু নদীর
উথাল পাথাল ঢেউ।
জল ছল ছল শাওন মাসে
আসলো বুঝি কেউ!


ডাকলো বুঝি মনের দ্বারে
মন হারানো পাখি,
নিদ্রা গেলো শীতনিদ্রায়
স্বপ্ন ছুঁলো আঁখি।


দুটি পাতার একটি কুড়ি
লালচে মাটির টিলা,
তার মায়াতে ভীষণ যেন
অথৈ সবুজ লীলা।


দেশ যেন তার স্বপ্ন-শহর,
শতজনম চেনা।
হাওয়ায় ভেসে যাচ্ছি ভুলে
নিজের নাম ঠিকানা।


এই দুনিয়ায় নেইকো যেন
কোথাও সবুজ পাতা।
তার ঠিকানায় আছে আমার
সব কবিতার খাতা।


স্বচ্ছ নদী, কালা-পাহাড়
টানছে পাগলপারা,
জলের নেশায় মাত করেছে
চপল ঝর্ণাধারা।


ঘরে আমার মন থাকেনা,
ভাল্লাগেনা কাজ!
তারেই ভাবি অষ্টপ্রহর
সকাল দুপুর সাঁঝ।


হঠাৎ কভু পাখি হবো
মেলব অসীম ডানা।
তার আকাশে উড়ব নিতুই
প্রেম যে হার না মানা।