তোর নাম নিলে ঝুম বৃষ্টি নামে
আকাশ কাজল মাখে,
শত সাদা বেলী ফুল ফোটে
সবুজ পাতার ফাঁকে।


থইথই করে সারাটা উঠোন
জলের দ্যোতনায়,
ঘুমহীন চোখে তন্দ্রার ঘোরে,
স্বপ্ন আসতে চায়।


যত কলি ছিল আসে ঘাসফুলে
লাল পাপড়ি বিছায়।
আধা ডুবজলে আলতো যে তোর
পায়ের পরশ চায়।


ডালিমের ডালে ভেজা টুনটুনি
টুনটুন ডেকে যায়,
তোরই মতো যেন লুকিয়ে লুকিয়ে
আমায় দেখতে চায়।


তোর নাম নিলে নীল আসমানে
রংধনু হেসে ওঠে।
হঠাৎ রাতের অন্ধকারে
লক্ষ তারা ফোটে।


চলতে চলতে সোনার হরিণ
থমকে দাঁড়িয়ে যায়।
বনের জমিনে অজস্র পাখি
কিচিমিচি গান গায়।


কাকচক্ষু দিঘির জলে
পদ্ম পাপড়ি মেলে।
আকাশ পানে হাজার ফড়িং
রঙের খেলা খেলে।


তোর নাম নিলে কুয়াশা চিরে
নতুন সূর্য হাসে।
খুব দূরন্ত তিতাসের জলে
মনের ভেলা ভাসে।


চার দেয়ালের মাঝে ঘুরে আসি
সারাটা দুনিয়ায়।
এ মন আমার উষর মরু
শীতল বৃষ্টি পায়।


আঙুলের আঁকে ভেজা জানালায়
তোর নাম লিখে যাই।
বৃষ্টির নামে কসম করছি,
তোকে তুমি বলে ডাকতে চাই।