তুমি আমার মনের তিথি,
আমার হিয়ার সারথী।
তুমিই আমার ভালোবাসা
আমার চিরসাথী।


তুমি আমার রোদেলা ভোর,
আমার দ্বিপ্রহর।
তুমিই বিকেল নির্জনতা
       জ্যোৎস্না ভরা রাতি।


তুমি আমার অশ্রুবারি
অকূল নদীর তরী।
তুমিই আমার কূলের দিশা
         আঁধার রাতে ভাতি।


স্বপ্নে আমি তোমায় দেখি,
তোমায় নিয়ে ছবি আঁকি।
তোমার তরে আত্ম-ভোলা
          আমার আত্মাপ্রীতি।


তোমার কথা ফুলেল ছোঁয়া,
মিষ্টি মধুর সৃষ্টি মায়া।
দৃষ্টি তোমার কৃষ্টি যেন
         নিত্যনতুন দিপ্তী!


তুমি হাসলে রক্ত দোলে,
কাঁদলে হৃদয় মাতম তোলে।
তুমিই আমার সুখ সাধনা,
         হাজার তারার জ্যোতি।


তুমি আছো তাই আমি ভালো আছি,
হেসে খেলে বাঁচি খুব কাছাকাছি।
তুমি না থাকলে পুষবে নাকো
         এই পরাণের ক্ষতি।


অভিমান যেন আকাশের মেঘ,
ঝরঝর ঝরে হৃদয় আবেগ।
তুমি যে আমার অথৈ শ্রাবণ
       তুমি শরতের প্রকৃতি।


তুমি জগতের অপার ছবি,
তুমি কবিতা, আমি তার কবি।
তোমার বধু সাজব বলে
        এনেছি ফুল মালতী।


তুমি আমার, আমার, আমার
                   শুধুই আমার........... ❤️❤️❤️