উদারতার আবার মাপকাঠি
মহৎ, ভালো মন
এসব বিশেষণ মাত্র ,
না জুটলেও ক্ষতি নেই ।
ভূমিষ্ট যে মানুষ রূপে
ধর্ম ভুললে চলে ?
কর্ম টা যে করণীয়
বাঁধা কিসের তাতে ...
ছোট, বড়, মধ্য সকল
একই স্থানে রবে ।
ঊর্ধ্বে আকাশ নিম্নে পাতাল
মর্তবাসী মাঝে ।
বাঁচার মতই বাঁচতে হবে
উচ্চ শিরে হেথা ,
আকাশ সম বৃহৎ করে
মনের উদারতা ।