"মা",,,
আজকের এই বিশেষ দিনটাকে
করি তোমায় সমর্পণ
সহ্যের অতীত যন্ত্রণা সয়ে
পরোয়া না করে মৃত্যুকে
করেছিলে,আমার ভূমিষ্ঠ হওয়াকে সমর্থণ ।
তোমার শরীরের জমিতে
রক্ত মাংসে তিলে তিলে
বৃদ্ধিতে প্রশ্রয় দিয়েছিলে আমায় ।
উপেক্ষা করেছিলে অনেক
উপসর্গের সংমিশ্রণ....
খাদ্যের অরুচিতেও
আমায় অবহেলা করোনি কখনও
শরীরের আকৃতিগত বৈষম্য
মেনে নিয়েছিলে নির্দ্বিধায়
বহন ভারে বিত্রস্ত হওনি কভুও
পলে পলে গুনেছ দিন
নবম মাসের প্রতীক্ষায় ।
আজ সেই দিন " মা "
অসহনীয় যন্ত্রণাকে পরাস্ত করে
নাড়ির সংযোগ ছিন্ন করে
তোমারই অংশ আমি
পৃথিবীতে করেছিলাম পদার্পণ
"মা" আমি তোমারই অবদান ।


   ##  আমার জন্মদিনে আমার মাকে উৎসর্গ করে এই কবিতা #